Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম’-এর ভিত্তিপ্রস্ত স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৮:০৭

ছয় একর জমির উপর এই টেকনিক্যাল ও সাধারন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। ছবি: সারাবাংলা

বাগেরহাট: ‘বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম’-এর ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়নের তেলিখালি ভিত্তিপ্রস্ত করা হয়। ছয় একর জমির উপর টেকনিক্যাল ও সাধারন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। থাকবে আবাসন ব্যবস্থাও।

সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়ন জেলে পরিবারেরসহ সারাদেশের হাতে কলমে কাজ শিখে যাতে দেশে বিদেশে সফলতা পেতে পারে সেজন্য মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী নিজস্ব অর্থায়নে ‘বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম‘-এর ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

ভিত্তিপ্রস্ত অনুষ্ঠানে বক্তব্য দেন-উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণত সম্পাদক মাহবুবুর রহমান মানিক, চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব, মো. খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির তালুকদারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল এন্ড কলেজ ও বৃদ্ধাশ্রম-এর প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপির সভাপতি এবং মোংলাপোর্ট পৌরসভা সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, ‘এই প্রতিষ্ঠান গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠান আমার নিজস্ব অর্থায়নে প্রতিষ্টা করা হচ্ছে। এখান থেকে শিক্ষার্থীরা শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

সারাবাংলা/জিজি