Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ গুরু জ্ঞানশ্রী মহাস্থবিরের জীবনাবসান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৯:১১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২০:২৪

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু শতবর্ষী ড. জ্ঞানশ্রী মহাস্থবির। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু শতবর্ষী ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের জীবনাবসান হয়েছে। একুশে পদকপ্রাপ্ত এ ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব শাখার সভাপতি স্বপন কুমার বড়ুয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের রাউজান উপজেলাস্থ উত্তর গুজরা ডোমখালী গ্রামে ১৯২৫ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৪ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে ভদন্ত গুণালঙ্কার মহাস্থবিরের কাছে শ্রামণ্য ধর্মে দীক্ষা নেন। পাঁচ বছর পর ১৯৪৯ সালে মহাস্থবির উপাধিতে ভূষিত হন লোকনাথ বড়ুয়া। পরবর্তীতে জ্ঞানশ্রী মহাস্থবির নামে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরুর পদ অলঙ্কৃত করেন।

বিজ্ঞাপন

৮০ বছরের ভিক্ষুত্ব জীবনে তিনি চট্টগ্রাম, খাগড়াছড়ি, কাপ্তাই, জয়পুরহাটসহ আরও বিভিন্ন এলাকায় ২৪টি বৌদ্ধ ধর্মীয় জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ২০২০ সালে তিনি সমাজসেবায় একুশে পদকে ভূষিত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর