সুনামগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ বাস্তবায়নে ঝটিকা বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ায় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মিনা দাশসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দুপুরে গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত ১০–১৫ জন নেতা-কর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করেন। মিছিলের অগ্রভাগে ছিলেন পুরান লক্ষণশ্রীর মিনা দাশ (৪০)। পরে ঢাকা পালানোর সময় শহরের একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপর দুইজন হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক বখতিয়ারুল হক মাহি (২৩) এবং জেলা শাখার সহসভাপতি নিহার রঞ্জন (৪০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।