Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন নুসরাত তাবাসসুম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৬:৪০

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পরে নুসরাত তাবাসসুম (মাঝে)।

কুষ্টিয়া: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর হয়ে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন কিনেছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি তিনি নিজেই শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে নুসরাত লেখেন, “সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।”

নির্বাচনে অংশ নেওয়ার কারণ সম্পর্কে তিনি আরও লিখেন, “আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তা-ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।”

বিজ্ঞাপন

সহযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যারা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, যারা প্রতিদিন সংগ্রাম করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—তাদের সবার কাছেই দিকনির্দেশনা চাই।”

এদিকে, কুষ্টিয়া-১ আসনে এরইমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, এবং জামায়াতের প্রার্থী হিসেবে মাওলানা বেলাল খানের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর