Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৬:৩২

বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‍্যালি।

বান্দরবান: “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে বান্দরবান ডায়াবেটিকস সমিতির আয়োজনে নিপ্রো জেএমআই ফার্মা এর সহযোগিতায় জেলা প্রশাসক কাযার্লয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে সমবেত হয়। পরে ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ডায়াবেটিকস হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সদস্য বেলাল হোসেন, হাসপাতালের কনসালটেন্ট ডা. অংচালু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বান্দরবানে ২০০২ সালে থেকে কিছু সমাজসেবক বান্দরবানের ডায়াবেটিস হাসপাতাল করার উদ্যোগ নেয়। পরবর্তীতে ২০১১ সালে ভবনটি নির্মাণ হলে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল পূর্ণতা লাভ করে।

বক্তারা আরও বলেন, বর্তমানে বান্দরবান ডায়াবেটিকস হাসপাতাল ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ধারা মোট আটজন দক্ষ জনবল ও হাসপাতালের কনসালটেন্ট ডা. অংচালুকে বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল পরিচালিত হচ্ছে।

পরে বান্দরবান ডায়াবেটিস হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্প, আস্ট্রাসনো, ইসিজি ও নিরাপদ রক্ত সঞ্চালন চালু করনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ অতিথিরা।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর