Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী নির্বাচন হবে দেশকে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করার নির্বাচন’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৪১

বক্তব্য দিচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রধান অতিথি রুহুল আমিন বলেছেন, ‘আমাদের অনেক নেতাকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি না। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা নাকি মানুষের কাছে জান্নাত বিক্রি করি, এ ধরনের কথা জামায়াতে ইসলামীর কেউ কখনো বলে না। আমরা সবাই ন্যায় ও ইসলামপন্থী। সামনে যে নির্বাচন আসছে, এ নির্বাচন শহীদের রক্তের বদলা নেওয়ার নির্বাচন, এদেশের পটপরিবর্তনের নির্বাচন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নির্বাচন, বাংলাদেশকে চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করার নির্বাচন, আঠারো কোটি মানুষের হাতে কাজ তুলে দেওয়ার নির্বাচন এবং মা-বোনদের অধিকার ছিনিয়ে আনার নির্বাচন।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা আজিজুর রহমান।

এই সমাবেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা
১৬ জানুয়ারি ২০২৬ ১০:১৯

আরো

সম্পর্কিত খবর