Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাক চাপায় ভ্যানের আরোহী নিহত

স্পেশাল করেসপডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৭:৩০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৭

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা ট্রাকের চাপায় আনোয়ারুল (৩৫) নামের এক চার্জার ভ্যানের আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার সময় উপজেলার মালঞ্চা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ী) গ্রামের মৃত-মো. আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, আনোয়ারুল পাখি শিকার করার জন্য একটি চার্জার ভ্যানে চড়ে দুর্গাপুর বাজারের দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যনটিকে চাপা দেয়। এসময় ভ্যানের আরোহী আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যান।

কাহালু থানার এস. আই জসিম জানান, ট্রাক চাপায় আনোয়ারুল ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় কাহালু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর