রংপুর: জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ অবিলম্বে জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন, জাতীয় পার্টিকে ‘রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য’ দল হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সংগঠনটির রংপুর মহানগর শাখা শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এই আয়োজন করে।
জামায়াত নেতারা বলেন, এই কর্মসূচি দেশব্যাপী চলমান রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে পরিচিত, যা সাম্প্রতিককালে অন্তর্বর্তী সরকারের গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের ঘোষণাকে ‘ফাঁদের চক্রান্ত’ হিসেবে চিহ্নিত করেছে জামায়াতের নেতৃবৃন্দ।
টাউন হল মাঠ থেকে বের হওয়া মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবিগুলোর বাস্তবায়নের আহ্বান জানান। মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীরা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেন।
সমাবেশে বক্তব্য দেন, জামায়াত রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, সহকারী সেক্রেটারি রায়হান সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ যা গত জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলস্বরূপ ২৪টি রাজনৈতিক দলের সম্মিলিত সইয়ে প্রণীত জনগণের রক্ত-ঘামে অর্জিত একটি ঐতিহাসিক দলিল। এর আইনি ভিত্তি প্রদান না করলে কোনো নির্বাচনের বৈধতা থাকবে না। তারা দাবি করেন, সনদের বাস্তবায়নের জন্য অবিলম্বে নির্বাহী আদেশ জারি করতে হবে এবং নভেম্বরের মধ্যে নিরপেক্ষ ব্যবস্থাপনায় গণভোট আয়োজন বাধ্যতামূলক।
এছাড়া, সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে গণভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে তারা জানান।
পাঁচ দফা দাবির মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে, জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য দল হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা এবং সনদের সাংবিধানিক ভিত্তি প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের পথ প্রশস্ত করা।