বগুড়া: ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’-এই প্রতিপাদ্যে বগুড়ায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। র্যালি শেষে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক ও সমিতির প্রশাসক মোহা. আতাউর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, হাসপাতালের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডা. রোখশানা বানু, পরিচালক চিকিৎসাসেবা ডা. মো. মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারহানা সোহেলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারী। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবস পালন করা হচ্ছে। কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
দিনব্যাপী প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় তিন শতাধিক মানুষ রক্তের শর্করা পরীক্ষা করেন। পরীক্ষায় যাদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন সমিতির চিকিৎসকেরা।