Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে আইডিয়াল পাবলিক কলেজে তিন দিনব্যাপী বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২০:১৩

এবারের বইমেলায় রয়েছে দেশি–বিদেশি প্রকাশনার প্রায় ত্রিশ হাজার বই। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক কলেজে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। বইমেলায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এম শফিউল্লাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অসংখ্য বইপ্রেমী।

বইমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের বইমেলায় রয়েছে দেশি–বিদেশি প্রকাশনার প্রায় ত্রিশ হাজার বই, যার মধ্যে রয়েছে শিশু–কিশোর সাহিত্য, উপন্যাস, কবিতা, ধর্মীয়, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, গল্প ও প্রবন্ধের বই।

বিজ্ঞাপন

মেলায় স্থাপন করা হয়েছে ছয়টি আকর্ষণীয় বইয়ের স্টল, যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যকর্মের নামে— অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন।

তিন দিনব্যাপী এই বইমেলা সকলের জন্য উন্মুক্ত, যাতে বইপ্রেমী সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ‘বই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আজকের প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও আমরা চাই বইয়ের প্রতি তাদের আগ্রহ আবার ফিরিয়ে আনতে। তাই প্রতিবছরই আমরা এই বইমেলার আয়োজন করি, যাতে শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলে। বই শুধু বিনোদনের উৎস নয়, এটি এক জাতির চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার প্রতিচ্ছবি।’

তিনি আরও বলেন, ‘এই বইমেলার মাধ্যমে আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে একত্রিত করছি। ভবিষ্যতে এই বইমেলাকে আরও বৃহৎ আকারে ও বৈচিত্র্যময়ভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

প্রথম দিন থেকেই বইমেলায় বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু–কিশোররা তাদের অভিভাবকদের সঙ্গে এসে আগ্রহ নিয়ে গল্প, ছড়া ও রূপকথার বই কিনছে। বিশেষ করে শিশু সাহিত্য ও সায়েন্স ফিকশন বইয়ের স্টলে ছিল সর্বাধিক ভিড়।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, এই বইমেলা শুধু বই বিক্রির অনুষ্ঠান নয়; এটি জ্ঞানচর্চা, সংস্কৃতি ও পাঠাভ্যাসের উৎসব, যা নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তুলছে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর