জামালপুর: জামালপুর সদর আসনের বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ‘গত নির্বাচনগুলোতে কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনকে ঘিরে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব।’
শুক্রবার (১৪ নভেম্বর) শহরের বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান।
জনসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতাকর্মীরা।