চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলামকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০১৮ সালের ‘রাতের ভোটে’ নির্বাচিত হয়ে সংসদে যোগদানের অভিযোগে তার মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। হাতে হাতে জ্বলন্ত মশাল নিয়ে শতাধিক নেতাকর্মী ‘দলীয় সিদ্ধান্ত অমান্যকারীর মনোনয়ন প্রত্যাহার চাই’, ‘বিএনপি তৃণমূলের সঙ্গে প্রতারণা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ গেটে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৮ সালের বিতর্কিত ভোটের বৈধতা দিয়ে দলীয় অবস্থান উপেক্ষা করে সংসদে যান আমিনুল ইসলাম। দল বিপর্যস্ত অবস্থায় তৃণমূল নেতাকর্মীরা হামলা-মামলায় জর্জরিত থাকলেও তিনি তাদের পাশে দাঁড়াননি। নিজের এলাকার রাজনীতি প্রায় উপেক্ষা করে চার বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বক্তারা আরও বলেন, যে ব্যক্তি দলের দুর্দিনে পাশে ছিল না, তাকে পুনরায় মনোনয়ন দেওয়া তৃণমূলের প্রতি অবমাননা। এতে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতারা অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে তৃণমূলের গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।