ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারিরে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, আমরা তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি। প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুর্নব্যাক্ত করায় এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণা দেওয়ায় সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বদলি বা পদায়ন লটারির মাধ্যমে না করে বিভিন্ন অঞ্চলের গুরুত্ব বিবেচনা অনুযায়ী যোগ্যতাভিত্তিক বদলি বা পদায়ন করে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।’
কর্নেল অলি আরও বলেন, ‘যে সমস্ত ওসি বিভিন্ন থানায় নির্বাচনের ৬-৮ মাস পূর্বে পদায়ন হয়েছে তাদেরকে যেন অন্যত্র বদলি বা পদায়ন না করা হয়। তবে শর্ত থাকে যে প্রশাসনে বা কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ থাকলে তাকে প্রত্যাহার বা অবসরে পাঠানো যুক্তিযুক্ত। পুলিশকে বা অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদেকে হয়রানি বন্ধ করতে হবে।’