Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারী জুলাই মামলায় কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ২১:৩৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ২২:৫৫

সালমা ইসলাম।

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে মারধরের শিকার সালমা ইসলামকে (৪০) জুলাই আন্দোলনের সময়কার এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সালমা ইসলামকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ইউরোপিয়ান ইউনির্ভাসিটির বিবিএ ৩য় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডি থানার সাতমসজিদ রোডে মিছিলে অংশ নেন সাইম। সেখানে পিঠে গুলিবিদ্ধ হন সাইম। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদসহ ৩৭ জনের বিরুদ্ধে গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি মডেল থানায় মামলা করেন সাইম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর