খুলনা: খুলনার ৬টি নির্বাচনি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণার মাধ্যমে তাদের বিজয় নিশ্চিত করতে কাজ করবে সাবেক ছাত্রদল নেতারা। ছয়টি সংসদীয় আসনে সাংগঠনিক টিম করে ক্যাম্পেইনে নামবেন তারা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সাবেক ছাত্রদল নেতাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক ভিপি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. তারিকুল ইসলাম জহীরের সভাপতিত্বে সভায় মহানগরীর বিভিন্ন কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় খুলনার ৫টি নির্বাচনি আসনে নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩), আজিজুল বারী হেলাল (খুলনা-৪), আলী আসগার লবী (খুলনা-৫) এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে (খুলনা-৬) মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে খুলনা-১ আসনে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য আহ্বান জানানো হয়।
সভা থেকে চব্বিশের গণঅভ্যূত্থানে নিহত সকল শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়। বিশেষত জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সাবেক ছাত্রদল নেতাদের একত্রিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়। সভা থেকে নির্বাচনি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা এবং একটি ফেসবুক পেজ খুলে প্রচার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন আল জামাল ভূঁইয়া, আরিফ ইমতিয়াজ খান তুহিন, মোল্লা মারুফ রশীদ, মাহবুব হাসান পিয়ারু, শেখ আব্দুল আজিজ, শেখ মহিউদ্দিন, নাজমুল হক মুকুল, মেজবাহউদ্দিন মিজু, শেখ আহসানুল কবির মিঠু, শেখ তারিকুল ইসলাম, সোহেল মাহমুদ, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, আব্দুল লতিফ সোহাগ, শফিকুল ইসলাম নিপুন, শেখ রুনা, তরিকুল আলম, ভিপি তারেক, রবিউল ইসলাম বিপ্লব, ফজলে রাব্বি, আরিফুর রহমান, মোহাম্মদ আলী, মাসুদুর রহমান প্রমুখ।