Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলেও কোনো ফল হবে না: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৬

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। ছবি: সারাবাংলা

খুলনা: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলেও কোনো ফল হবে না। কত সেন্টার বন্ধ করবেন? ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে খুলনায় নির্বাচন উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, ‘ক্রসফায়ার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাই না।’

তিনি জানান, যারা অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয়, এমন কোনো পুলিশ সদস্যকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে খুলনায় পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন আইজিপি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ছবির গল্প নতুন পোশাকে পুলিশ
১৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৯

আরো

সম্পর্কিত খবর