Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, শহরে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:১৭

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে শহরের পুরোনো এলাকায় ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদি বসতকারীদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির বরাতে বলা হয়, হেবরনের পুরোনো শহরে শুক্রবার সকাল থেকেই কারফিউ কার্যকর রয়েছে। স্থানীয় কর্মীরা জানিয়েছেন, অবৈধ বসতকারীদের উৎসব পালনের সুযোগ দিতে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সামরিক চেকপোস্টগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে অনেক ফিলিস্তিনি নিজ ঘরে ফিরতে পারেননি এবং স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

হেবরন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের জানান, শুক্রবার রাত ও শনিবার সকালে শত শত অবৈধ বসতকারী ভারী নিরাপত্তাবেষ্টনীতে পুরোনো শহরে ঢুকে উসকানিমূলক শোভাযাত্রা করেছে। তার দাবি, এই কারফিউ আসলে ইব্রাহিমি মসজিদের অবশিষ্ট অংশ দখলে নেওয়া এবং সেটিকে সিনাগগে রূপান্তরের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের শুরু থেকেই ইসরায়েল প্রতিদিন মসজিদের সুক গেট ও পূর্ব দিকের প্রধান গেট বন্ধ রাখছে। এমনকি জানালাগুলোও ঢেকে দিয়েছে।

পুরোনো হেবরনে অবস্থিত এই মসজিদ পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। এখানে প্রায় ৪০০ অবৈধ বসতকারী বসবাস করে, যাদের নিরাপত্তায় রয়েছে ১,৫০০ ইসরায়েলি সেনা। ১৯৯৪ সালে এক বসতকারীর গুলিতে ২৯ ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর মসজিদটি দুই ভাগে ভাগ করে ইসরায়েল— ৬৩ শতাংশ ইহুদিদের জন্য এবং ৩৭ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ করা হয়। ইহুদিদের অংশে আজানঘরও অন্তর্ভুক্ত।

ইসরায়েলের একতরফা সিদ্ধান্তে বছরে ১০ দিন ইহুদি উৎসবে মুসলিমদের জন্য পুরো মসজিদ বন্ধ থাকে এবং মুসলিমদের ১০ দিনের উৎসবে ইহুদিদের জন্য অংশ বন্ধ থাকে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের পূর্ণ প্রবেশাধিকার আর বহাল রাখা হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর