Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা এডওয়ার্ড কলেজে শহিদ ইয়ামিন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১২:৫৩

শহিদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পাবনা: জুলাই অভ্যুত্থানে পুলিশের এপিসি থেকে নির্মম ও অমানবিকভাবে ফেলে দেওয়া শহিদ শাইখ আসহাবুল ইয়ামিনের স্মরণে পাবনা এডওয়ার্ড কলেজে শহিদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।

এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও শহিদ ইয়াসমিনের বাবা মহিউদ্দিনসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বাংলা বিভাগ বনাম ডিগ্রি পাস কোর্সের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ডিগ্রি পাস কোর্স বিজয়ী হয়।

বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর