Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জামায়াতের নির্বাচনি কর্মী সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৩:০২

জামায়াতের নির্বাচনি কর্মী সভা।

বগুড়া: বগুড়া সদরের পীরগাছা বন্দরে লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনি কর্মী সভা শনিবার (১৫নভেম্বর) বিকেলে ইউনিয়ন আমীর বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমির ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন লাহিড়ীপাড়া নির্বাচন পরিচালক সেলিম রেজা, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, শহর গবেষনা সম্পাদক ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবিদুর রহমান বলেন, ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি জনগন অধীর আগ্রহে সময় পার করছে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তারা বলছে এখন সময় এসেছে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করার।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এ পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত জনগণের রক্তঝরা গণআন্দোলনকে অবজ্ঞা করার শামিল। তিনি সরকারকে গণদাবি মেনে নেওয়ার আহ্বান জানান।