কুড়িগ্রাম: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ‘জীবনব্যাপী ডায়াবেটিস’-এই শ্লোগানে কুড়িগ্রামে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচি এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির এলাকা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, আবু জাহিদ ও মো. রুবেল প্রমুখ।
র্যালি শেষে আলোচনা সভায় ডায়াবেটিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।