Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৩

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। ছবি: সারাবাংলা

নওগাঁ: বৈধ কাগজপত্রধারী ইটভাটা চালু রাখার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা। রোববার (১৬ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে বৈধ কাগজপত্রধারী ইটভাটাকে পরিবেশের ছাড়পত্র প্রদান ও ভাটায় ইট পোড়ানোর দাবিতে ইট প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক ও নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর ১২টার পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইটভাটা মালিক ও শ্রমিকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সদস্য ও মান্দা উপজেলা ইটপ্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান। সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ সাজেদুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে ইটভাটা চালু রাখার দাবিতে জেলা ইটা প্রস্তুতকারক মালিক সমিতির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক আব্দুল আউয়াল কার্যালয়ে উপস্থিত না থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) সাদিয়া আফরিন।

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর পরিবেশ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইনের কাছে স্মারকলিপি প্রদান করে ইট প্রস্তুতকারক মালিক সমিতির প্রতিনিধি দল।

এবিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদফতরের নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, যেসব ইটভাটার পরিবেশের ছাড়পত্র নেই হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে ওই সব ইটভাটা ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ইটভাটাগুলো চালু থাকবে কিনা এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর