Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান যুক্তরাজ্য হাইকমিশনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:২৩

-ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটি। ভিসা বা ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয় বলেও জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশন।

রোববার (১৬ নভেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ‌্য জানায়।

বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইটিএ (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। তাই ভিসা নিশ্চিত করে দেওয়ার নাম করে যারা ফোন, ইমেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করছে- এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কেউ যদি দাবি করে যে, তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে এটি নিঃসন্দেহে প্রতারণা।

বিজ্ঞাপন

হাইকমিশন আরও জানায়, ভিসা আবেদন ও মূল্যায়ন সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এবং এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

ভিসা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা ও যাচাই-বাছাইয়ের জন্য নাগরিকদের ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

২০২৬ সালে ব্যাংকে ছুটি ২৮ দিন
১৬ নভেম্বর ২০২৫ ১৯:০৩

আরো

সম্পর্কিত খবর