Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৮:২৫

দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের চিত্র। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানিয়েছে, সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লার দলের সঙ্গে একই গ্রামের আসাদ মেম্বারের দলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে জোরে জোরে সাউন্ড বক্স বাজাচ্ছিল। তখন আসাদ মেম্বারের দলের লোকজন সাউন্ড বক্স কম ভলিউমে বাজাতে বলে। এই নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে সাউন্ড বক্স বন্ধ করতে পুলিশে খবর দেওয়া হয়।

এই ঘটনার জেরে রোববার সকালে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে তিনটি দাঁত ভেঙে দেয় মনি মোল্লার লোকজন।

এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে মনি মোল্লার দলের লোকজন ও আসাদ মাতুব্বরের দলের লোকজনের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, সিংগারিয়া গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর