Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৯:১৮

পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল। ছবি: সারাবাংলা

বেনাপোল: যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। গোগা ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় ওই ককটেল উদ্ধার করা হয়।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে গোগা ইউনিয়নের বাগান পাড়া কবরস্থান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় মোজাম্মেল হক তার বাড়ির পাশে আম বাগানের মধ্যে তার বাবার কবর জিয়ারত করার জন্য গেলে কবরের ভেতর দুটি বালতিতে লাল টেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে বিষয়টি শার্শা থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে শার্শা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ছয়টি ককটেল উদ্ধার করে। পরে ককটেলগুলো শার্শা থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

২০২৬ সালে ব্যাংকে ছুটি ২৮ দিন
১৬ নভেম্বর ২০২৫ ১৯:০৩

আরো

সম্পর্কিত খবর