সুনামগঞ্জ: সুনামগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জ প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের সমর্থকরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে দিকে আসনের ছাতক গোবিন্দগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা জানান, মিজান আন্দোলন সংগ্রামের পরিক্ষিত নেতা। এই আসনে তারা মিজানুর রহমান মিজানকে চান। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক দোয়ারার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।
এ সময় সুনামগঞ্জ ও সিলেটের সাথে যোগাযোগ প্রায় ৫ ঘণ্টা বন্ধ হয়ে যায় যান চলাচল। একমাত্র সড়ক বন্ধ থাকায় দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। সমাবেশে যোগ দিয়ে মিজানুর রহমান ছাতক দোয়ারার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।