Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মোহাম্মদপুরে পেট্রোল বোমাসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২০:৩৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২০:৩৯

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টা চালানোর সময় পেট্রোল বোমাসহ মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-২।

রোববার (১৬ নভেম্বর) রাতে র‌্যাব-২ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধা ৭টার দিকে র‍্যাব-২ সিপিএসসির বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানাধীন বছিলা গার্ডেন সিটি ব্লক-জি ২নং এর আরব মিশন পাবলিক স্কুল সংলগ্ন তুরাগ নদীর সীমানা পিলার নং-৬০ থেকে ফেরদৌস নামের ১ জন নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে।

শামসুল ইসলাম জানান, গ্রেফতারকালে তার কাছ থেকে ৬টি পেট্রোল বোমা, ১টি সামুরাই, ১টি গ্যাস লাইটার ও ১টি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীদের নিয়ে মোহাম্মদপুর থানাধীন তিনরাস্থা, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা করার জন্য ওই এলাকায় সমবেত হওয়ার জন্য চেষ্টা চালায়। গ্রেফতার ফেরদৌসের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর