Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তায় অভিযোগ উড়িয়ে দিলেন বিএনপি প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২০:৫৮

বক্তব্য দিচ্ছেন রংপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু। ছবি: সারাবাংলা

রংপুর: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা’র মিথ্যা তথ্যকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন রংপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর চেম্বার ভবনের আরসিসিআই মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হতে আহ্বান জানান।

সামু বলেন, ‘গণঅভ্যুত্থানের ১৮ মাস পর আমি মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে এসব বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার সরকারকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে আমাকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস বকুল ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা খোদা বক্সকে জড়ানো হয়েছে। দেশে এতো গোয়েন্দা সংস্থা থাকতে তাদের কাছে কোনো তথ্য নেই কেন? এটা স্রেফ ধানের শীষের প্রতি জনসমর্থন নষ্ট করার ষড়যন্ত্র।’

বিজ্ঞাপন

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামু আরও বলেন, ‘অবহেলিত রংপুর সদরে বিগত এমপিরা কাঙ্ক্ষিত উন্নয়ন করেনি। গণঅভ্যুত্থানের পর ভোটাররা ধানের শীষের পক্ষে ঝুঁকছে বলে এই অপতৎপরতা। আমি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেল-জুলুম সহ্য করেছি। মনোনয়নবঞ্চিত ভাইদের অনুরোধ করব, চলুন তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।’

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাবেক কাউন্সিলর মকবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন।

রংপুরে নির্বাচনি উত্তেজনা দিন দিন বাড়ছে। বিএনপি নেতারা দাবি করছেন, সুষ্ঠু ভোট হলে ধানের শীষের জয় নিশ্চিত।

রংপুর-৩ (সদর) আসনটি জাতীয় পার্টির (জাপা) ঘাঁটি হিসেবে পরিচিত। জাপা চেয়ারম্যান জিএম কাদের এখান থেকে প্রার্থী হতে পারেন। বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল; সাবেক মন্ত্রী যাদু মিয়ার মেয়ে রিটা রহমান ও দলের মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী মনোনয়নের দাবিতে মিছিল করেছেন তাদের সমর্থকেরা। জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়ালও প্রচারে সক্রিয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর