Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৩:০৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:০৮

‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তা মোকাবিলা করতে প্রস্তুত আছি।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সম্মেলনে কক্ষে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।

‎প্রধান নির্বাচন কমিশনার বলেন, দলগুলোর সহযোগিতা না পেলে ভোট প্রশ্নবিদ্ধ হতে পারে। এ লক্ষ্যে সবার সহযোগিতা চান তিনি।

তিনি বলেন, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। আমরা সেভাবেই কাজ করছি; যত সাইক্লোন বা ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ ইনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে নেব।

বিজ্ঞাপন

‎এ সময় এএমএম নাসির উদ্দিন বলেন, দেশটা তো আমাদের সবার। এই সুন্দর একটা দেশ রেখে দিতে গেলে এর একটা প্রাথমিক শর্ত হচ্ছে যে একটা সুন্দর নির্বাচন। এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে যদি একটা প্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে হস্তান্তর করা যায় দেশটাকে, তাহলে আমার মনে হয় দেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি।

‎এ সময় প্রবাসী বাংলাদেশি, সরকারি চাকরিজীবি, নির্বাচনের কাজে সম্পৃক্ত লোকবল ও কারাবান্দিদের জন্য পোস্টাল ভোট নেওয়ার প্রস্তুতিও জানান সিইসি।

‎আজ রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে সকালের পর্বে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো