নাটোর: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, ‘আমি নমিনেশন পাই বা না পাই, এমপি হই বা না হই, আমি কিন্তু সিংড়ার সন্তান, আমি আপনাদের সন্তান। আমি দীর্ঘ ২৯ বছর যাবত আপনাদের সহযোগিতায় দলীয় বিভিন্ন পদে আছি, আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এই ২৯ বছরে রাজনৈতিক মামলায় পালিয়ে থাকা ছাড়া ২৯ দিন সিংড়ার বাইরে কাটাইনি। ২৯ দিন যদি সিংড়ার বাহিরে কোথাও কেটে থাকে, তাহলে জেলখানায় কেটেছে।’
রোববার (১৬ নভেম্বর) রাত ৮টায় শেরকোল বাসস্ট্যান্ডে শেরকোল ইউনিয়ন বিএনপির আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
দাউদার মাহমুদ আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তারেক রহমান সমতলের মানুষের কথা বলেছেন, পাহাড়ি এলাকার মানুষের কথা, সমুদ্রপাড়ের মানুষের কথা বলেছেন। কৃষক-মজুরের কথা বলেছেন। নারী অধিকারকে গুরুত্ব দিয়েছে। মা-বোনদের অধিকারকে মূল্যায়ন করেছে। তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের সকল শ্রেণির মানুষের জন্য।
তিনি আরও বলেন, ‘এই ইউনিয়নে আওয়ামী লীগের হাতুড়ি বাহিনী আমাদের অসংখ্য নেতাকর্মীকে টর্চার সেলে তুলে নিয়ে গিয়ে আহত করেছে, নির্যাতন করেছে। আমরা কিন্তু এখনো কাউকে কিছু বলি নাই। দেশের প্রচলিত আইনে এদের বিচার হবে। এই আসনে একজন প্রার্থীর গ্রীণ সিগন্যালের অপপ্রচারে আওয়ামী লীগ আবার মাথা চাড়া দিয়েছিল।’
শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব রাসেল কবির কালামের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম জি মোর্শেদ, আবু আকরাম, আল-আমিন সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম সুরুজ্জল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পানু প্রমুখ।