চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাব–৫, সিপিসি–১-এর অভিযানে ৫৮৮ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সিহাব আলী (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রামের বাসিন্দা এবং মতিউর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত টহল ও অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় মো. মিজানের সার-বীজ দোকানের উত্তর পাশের নুর মোহাম্মদের একটি পতিত জমি থেকে সিহাবকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়া সিহাব আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টহল ও অভিযান অব্যাহত রয়েছে।