ময়মনসিংহ: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহিদুল্লাহ বলেছেন, কোটাবিহীন সমাজে মেধার চর্চা করতে হলে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। সেই শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক এবং শিক্ষকদের সচেষ্ট হতে হবে।
রোববার (১৬ নভেম্বর) রাতে ময়মনসিংহ প্রেসক্লাব সদস্য সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ প্রেসক্লাব মিলয়াতনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বৃত্তি উপকমিটির আহ্বায়ক আতাউল করিম খোকন।
এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫১ শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথিরা।