Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালের রায় ‘মাইলফলক’: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৬:১৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৭:০৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ – (ছবি : সংগৃহীত )

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ কর্তৃক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া মৃত্যুদণ্ড রায়কে ‘মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা “অমানবিকভাবে গুম, খুন ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিলেন। অপরাধের তুলনায় সাজা যথেষ্ট না হলেও এই রায় প্রমাণ করেছে যে, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “শেখ হাসিনা যেসব কথা দিল্লিতে বসে বলছেন, তার পক্ষে যদি সামান্য সুযোগ থাকত তাহলে দেশের বুদ্ধিজীবীরা তার সমর্থনে জনমত গঠন করতেন। কিন্তু সেই পরিবেশ নেই বলেই তারা নীরব।”

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের আগে মানসিকতার পরিবর্তন জরুরি।  দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে যত আইনই করা হোক, তার কোনোটিই কার্যকর হবে না।”

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে এসিআই
৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর