Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে

স্পেশাল করেসপডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৬:১৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৭:০৮

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমাবার (১৭ নভেম্বর) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) মেহেদী হাসান এই আদেশ দেন।

পুলিশের সাবেক ডিআইজি হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগর এলাকার এএসএম ইবনে আজিজের ছেলে। তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেন শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা।

সোমবার ডিআইজি হামিদুল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর