ঢাকা: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় দ্রুত কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ রাজধানীতে গণমিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর তথ্য জানিয়েছে দলটি।
জানানো হয়েছে, গণমিছিলটি বিকেল ৫টায় বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে। এতে অংশ নেবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকরাও।
এনসিপি সূত্র জানায়, গত বছরের সহিংসতা, গুম-খুন, দমন-পীড়ন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা, দায় ও অপরাধ বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার বিষয়েও তারা জোরালো অবস্থান নিয়েছে।
এ গণমিছিলের মাধ্যমে তারা সরকারের প্রতি আহ্বান জানাবেন যাতে রায় দ্রুত কার্যকর করা হয় এবং সকল দায়ীদের বিচারের মুখোমুখি করা হয়।