ঢাকা: সরাসরি ক্রয় পদ্ধতিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৭ হাজার ৫০টি ১২ বোর শটগান ক্রয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’-তে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হলে এ বিষয়ে সকল বিধি বিধান অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়েছে কমিটি।
সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠকে শটগান কেনার প্রস্তাবের বিষয়ে বলা হয়েছে, ‘বিষয়টি কমিটি অবহিত হলো। প্রস্তাবক মন্ত্রণালয় সকল বিধি বিধান অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনে এগুলো ব্যবহার করা হতে পারে।
এছাড়া বৈঠকে ই-পাসপোর্ট বুকলেট ক্রয় ও প্রশিক্ষণ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি পৃথক প্রস্তাব জি-টু-জি-এর আওতায় ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ‘ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর’ কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ই-পাসপোর্ট বুকলেট ও প্রশিক্ষণ সেবা ক্রয় করা হবে। এ কাজের জন্য মনোনীত প্রতিষ্ঠান হচ্ছে জার্মানির ‘ভেরিডোস জিএমবিএইচ’। এতে ব্যয় হবে ১ হাজার ৬৯২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা।