Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবু সাঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:২১

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

পিরোজপুর: পিরোজপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আবু সাঈদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করে কাজ শুরু করেন।

আবু সাঈদ ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি প্রশাসনিক ক্যারিয়ার শুরু করেন সহকারী কমিশনার হিসেবে। পরবর্তী সময়ে ২০১৭-১৮ সালে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

আবু সাঈদ মাদারীপুর জেলার কালকিনী উপজেলার এক মুসলিম পরিবারের সন্তান। তার স্ত্রী গৃহিণী এবং তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

অন্যদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে রোববার পিরোজপুর ত্যাগ করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর