ঢাকা: ভোররাতে আটক মোবাইল ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে বেরিয়ে আসেন তিনি।
ডিবি কার্যালয় থেকে মুক্ত হওয়ার পর আবু সাঈদ পিয়াস বলেন, ‘আমরা শুধু আমাদের বক্তব্যটুকু দেশ ও জাতির সামনে তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু এই সিন্ডিকেট এত ভয় পেয়েছে যে, সংবাদ সম্মেলন যেন আয়োজিত হতে না পারে সেজন্যই আমাদের আটক করা হয়েছিল। তবে আমাদের সংগঠনের সাহসী ব্যবসায়ীরা নির্ধারিত কর্মসূচি পালন করেছে। এ যেন গতবছরের আরেক জুলাই অভ্যুত্থানের মতো ঘটনার পুনরাবৃত্তি যেখানে সেই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল।’
এদিকে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক বাস্তবায়িত হতে যাওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল সংগঠনটি। তবে তার আগেই ভোররাত ৩টার দিকে রাজধানীর মিরপুর-১-এর বাসা থেকে এই সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে আটক করে ডিবি।
এর প্রতিবাদে দুপুর থেকেই ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন মোবাইল ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা দেশজুড়ে মোবাইল বিক্রি বন্ধেরও ঘোষণা দেন। এমন প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যা ৬টার দিকে ছেড়ে দেওয়া হয় পিয়াসকে।
এর আগে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বাড্ডা নতুন বাজার এলাকা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকেও আটক করা হয়েছিল। পরে আজ সকাল ১০টার দিকে সাংবাদিক মিজান সোহেলকে ছেড়ে দেওয়া হয়।