Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৮:২৩

ঢাকা: সারাদেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভর্তির আবেদন ফরম পূরণের নিয়মাবলী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

নিয়মাবলীতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি দিয়ে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

এক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থীর সব তথ্য পূরণ করতে হবে। যেসব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে জেপিইজি (JPEG) ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

বিজ্ঞাপন

আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র সাবমিট করা শেষ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডিসহ ছবি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা ডাউনলোড কপি ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এছাড়া আবেদনপত্রে সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন পাঠানোর আগেই সরবরাহকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

এসএমএসের মাধ্যমে আবেদন ফি দেওয়ার নিয়মাবলী হিসেবে বলা হয়েছে, অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রাপ্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী উল্লিখিত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি এসএমএস করে আবেদন ফি বাবদ প্রতিটি অয়াপ্লিকেশন এর জন্য ১০০ টাকা জমা দেবেন। প্রথম এসএমএসে GSAUser ID লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: GSAABCDEF লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি পিন নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় এসএমএসটি করতে হবে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর