Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ‘এস আর হেলথ কমপ্লেক্সে’র ভিত্তিপ্রস্তর স্থাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৯:৫২

বগুড়া: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগে বগুড়ার শাজাহানপুরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নতুন স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান ‘এস আর হেলথ কমপ্লেক্স’।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বনানী এলাকায় আনুষ্ঠানিকভাবে এস আর হেলথ কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি আয়োজিত হয়। এস আর গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি গোলাম মো. সিরাজ তার বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, এস আর হেলথ কমপ্লেক্স প্রায় এক বিঘা জায়গার উপর নির্মান করা হচ্ছে। এই প্রতিষ্ঠানে বার্ষিক প্রফিটের ৫০ ভাগ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হবে। প্রতিমাসে কমপক্ষে ১০০ জন অস্বচ্ছল কিডনি রোগীকে জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস চিকিৎসা সেবা দেওয়া হবে। মুনাফা নয় স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণই মূল লক্ষ্য। এখানে থাকবে সর্বাধিক হাইটেক মেডিকেল যন্ত্রপাতি। থাকবে টেস্ট অফ-দ্য আর্ট টেকনোলজি, অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক এবং সুপ্রশিক্ষিত নার্স ও সুদক্ষ স্বাস্থ্যকর্মী।

বিজ্ঞাপন

তিনি বলেন, এস আর হেলথ কমপ্লেক্স এস আর গ্রুপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বৈদেশিক বিনিয়োগে প্রতিষ্ঠিত আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এটি শুধু বগুড়া নয় সমগ্র উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবাকে বদলে দেবে।

এদিন প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এস আর গ্রুপের চেয়ারম্যান ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি জিএম সিরাজ এর ভাই গোলাম রসুল হেলাল, জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক নাহিদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএমএ বগুড়ার সভাপতি ডা. আজফারুল হাবিব রোজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মুহিত তালুকদার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, আসিফ সিরাজ রব্বানী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর