ঢাকা: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫-এর পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও শীতকালীন ছুটি জানুয়ারিতে সরানোর পর এবার ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ২৯ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বর (বুধবার) নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের এই নির্বাচন শীতকালীন ছুটির আগেই সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহজামান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রশাসন থেকেই এই সংক্রান্ত্র প্রকাশিত পুনঃতফসিলে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো হলো- খসড়া ভোটার তালিকা ২২ নভেম্বর (শনিবার), চূড়ান্ত ভোটার তালিকা ২৬ নভেম্বর (বুধবার),মনোনয়নপত্র বিতরণ ৩০ নভেম্বর–১ ডিসেম্বর, মনোনয়নপত্র দাখিল (ডোপ টেস্ট রিপোর্টসহ) ২–৩ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ও প্রাথমিক তালিকা ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা ১০ ডিসেম্বর, ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা ২৪ ডিসেম্বর (সকাল ৯টা–বিকেল ৪টা)।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামানের সই করা এই তফসিলে বলা হয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও একাডেমিক কাউন্সিলের শীতকালীন ছুটি পুনর্নির্ধারণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারিখ এগিয়ে আনা হয়েছে।
কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হিমু ইসলাম বলেন, ‘আমাদের আন্দোলন সফল হয়েছে। ২৪ ডিসেম্বর হলে ক্যাম্পাসে সবাই থাকবে, নির্বাচন উৎসবমুখর হবে। তবে আমরা চেয়েছিলাম আরও আগে প্রথম সপ্তাহে। তারপরও এটা একটা বড় জয়।’ অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদুজ্জামান বলেন, ‘প্রশাসন বাধ্য হয়েছে শিক্ষার্থীদের কথা শুনতে। এখন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনই আমাদের প্রধান দাবি।’
অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, এটা শিক্ষার্থী শক্তির জয়। ২৪ ডিসেম্বর হলে ভোটার উপস্থিতি ৯০% ছাড়িয়ে যাবে। নির্বাচন কমিশন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা এখন প্রচারণায় নামবেন।
প্রসঙ্গত, ১৮ নভেম্বর রাতে ২৯ ডিসেম্বরের তফসিল ঘোষণার পর শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন জোরদার করে। পরদিনই একাডেমিক কাউন্সিল শীতকালীন ছুটি জানুয়ারিতে সরিয়ে নেয়। এর ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন নতুন তফসিল প্রকাশ করল। এটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলনের সাম্প্রতিক সাফল্যের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এখন পর্যন্ত দেশের ৪টির পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বেরোবি এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ক্যাম্পাসে এখন নির্বাচনি আমেজ শুরু হয়েছে। পোস্টার, ব্যানার আর সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।