ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের পর সংশ্লিষ্টদের সতর্কতা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, আজকের (শুক্রবার) ভূমিকম্প হওয়ার পর ভাবার কোনো কারণ নেই যে আমরা নিরাপদ আছি। রাষ্ট্রীয়ভাবে জরুরি পদক্ষেপ এখনই নিতে হবে।”
শুক্রবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ আরও বলেন, কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল—দেশে দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
প্রসঙ্গত,শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকা, নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭। মাঝারি মাত্রার এই কম্পন ২৬ সেকেন্ড স্থায়ী হলেও এর প্রভাব পড়েছে বিভিন্ন স্থাপনায়।