সাতক্ষীরা: সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মুরুব্বিরা ঘরে বসেই ভাতা পাবেন। আমার মা, বোনদের বলতে চাই ৩১ দফার মধ্যে সবচেয়ে বড় উপহারটি হলো ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে বয়োজ্যেষ্ঠ মুরুব্বিদের পরিবারগুলো ঘরে বসেই ভাতা পাবে। আপনাদের পরবর্তী প্রজন্মের ছেলে, মেয়েরা এই ভাতা ব্যবহার করে লেখাপড়া চালিয়ে জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে উঠবে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ফুটবল মাঠে ধানের শীষের বিশাল জনসভায় এ বক্তব্য দেন।
তিনি আরও বলেন, ৩১ দফায় কৃষকদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা রাখা হবে। আমার সনাতনী ভাইদের জন্য ১৬ নম্বর দফায় রয়েছে তাদের সকল সুযোগ-সুবিধা ও স্বাধীনতার সুরক্ষা। তাই আমি বলবো সম্মিলিত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশেষ করে আমার সনাতন ধর্মী ভাইরা এই সুযোগ হাতছাড়া করবেন না। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনা দিয়েছেন। তা এ দেশের মানুষের জন্য নতুন স্বপ্ন।
রতনপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফজলুর রহমান আকাশ।
জনসভা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কালিগঞ্জ বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ শরিফুল ইসলাম বাবু, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ উপজেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পারভেজ, উপজেলা বিএনপি’র সাবেক তথ্য বিষয়ে সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
জনসভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।