Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই: লুৎফুজ্জামান বাবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ২০:৪২

বিএনপির নির্বাচনি আলোচনা সভায় লুৎফুজ্জামান বাবর।

নেত্রকোনা: বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনীত হেভিওয়েট একজন প্রার্থী। তিনি বলেছেন, ‘বিগত আমলে এলাকার জন্য কে কি করছে তা নিয়ে আমি ভাবতে চাই না। এটি আমার রাজনৈতিক বিষয় নয়। আগামী দিনগুলোতে এলাকার উন্নয়নে রাজনীতি করতে চাই। আমার কাছে এর কোনো বিকল্প নেই।’

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, ‘এলাকার যুবকদের আত্মনির্ভরশীল হতে হবে। এজন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের হাতে কলমে কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। জীবনের উন্নতির জন্য বাস্তবমুখী কারিগরি শিক্ষা অর্জন করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। তবেই আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন।’

বিজ্ঞাপন

এরপর তিনি বলেন, ‘আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে অতীতের ন্যায় আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষ প্রতীক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা জানেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার অমানুষিক নির্যাতন ও কষ্ট শিকার হয়েছেন। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই।’

এ সময় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর