ময়মনসিংহ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নি সংযোগে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত তিনটার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
গ্রেফতার আসামিরা হলেন- নগরীর কেওয়াটখালীর মৃত আব্দুল জলিলের ছেলে মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার আব্দুল জব্বারের ছেলে আরিফ (৩০), শফিউদ্দিন মিন্টুর ছেলে বিপুল (২১) ও আকুয়া ওয়ালেছ গেইট এলাকার আ. সালামের ছেলে মো. রাজন (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার ভোররাতে ডাকসু নেত্রী রাফিয়ার ময়মনসিংহের ঢোলাদিয়ায় বাসার সামনের গেইটে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথ অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করে।
এছাড়াও, ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ব্যাপারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং গ্রেফতারের অভিযান চলমান আছে। বিস্ফোরক দ্রব্যাদি আইনে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এর আগে, ককটেল ছোড়ার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।