Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১০:০৭

জীবন হোসেন।

পাবনা: পাবনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জীবন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাজাপুর কেলিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জীবন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে জীবনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর