নেত্রকোনা: পৈতৃক বাড়ির হিস্যা নিয়ে বিরোধের জেরে খালিয়াজুরী উপজেলায় বড় ভাইয়ের আঘাতে নিহত হয়েছেন ছোট ভাই জাহেদ মিয়া (৬০)। খালিয়াজুরী উপজেলা সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরের দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। শনিবার (২২ নভেম্বর) সকালে সদর হাসপাতালে জাহেদ মিয়া মারা যান।
এলাকাবাসী ও জাহেদ মিয়ার স্বজনরা জানান, জেলার খালিয়াজুরী উপজেলাধীন দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের চার ছেলের মধ্যে পৈতৃক বাড়ির বণ্টন নিয়ে বিরোধ দেখা দেয়। মৃত ভাই জাহেদের পক্ষে তিন ভাই আর অপরপক্ষে তোতা। জাহেদসহ তিন ভাইয়ের দাবি, তারা সমান ভাগে ভাগ করে নিবেন। তাতে তোতা মিয়া অসম্মতি জানালে বিরোধ সৃষ্টি হয়।
একাধিকবার গ্রাম্য সালিশ হলেও তাতে কোনো মীমাংসা হয়রি। তারপর জাহেদসহ তিন ভাই আদালতে মামলা করেন। মামলা থাকা সত্বেও তোতা মিয়া পেশিশক্তির বলে বাড়ি একা দখল করতে চাইলে জাহেদ মিয়া খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করেন।
বাকবিতণ্ডার পর তোতা ও তার লোকজন জাহেদ মিয়াকে রড দিয়ে আঘাত করেন। আঘাতে জাহেদ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এতে জাহেদ মিয়ার দুই ছেলে ও তার ভাইয়ের ছেলে গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে খালিয়াজুরী হাসপাতালে ও পরে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকাধীন অবস্থায় শনিবার সকালে জাহেদ মিয়া মারা যান।
এ সম্পর্কে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, সত্যি মর্মান্তিক বিষয়। ঘটনার পর পুলিশ গিয়েছিল। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে। বাড়ি বণ্টন নিয়ে এ সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।