Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২৩:১২

নোয়াখালী: ‎জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে, টিকেট বিক্রি হচ্ছে, এসব দিয়ে কাজ হবে না।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বসুরহাট জিরো পয়েন্টে কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি আয়োজিত পথসভায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে নোয়াখালী -৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জেএসডি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর তারা মার্কার সমর্থনে গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তানিয়া রব বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের, স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখব। এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই। নিশ্চয়ই ভোটাররা সেটি বিবেচনা করবে। কারণ ভোটারাও স্বাধীনতাকে ভালোবাসে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয়। শুধু মার্কা দেখে যা ইচ্ছে তাই অমানুষকে পার্লামেন্টে পাঠাব, তারা কাঁড়ি কাঁড়ি টাকা বানাবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, বেগম পাড়া করবে। এমন এমপি আমাদের চাই না। যারা মচ মচ করে টাকা নিয়ে আসবে, তাদের ভোট দিয়ে দিলে জনগণের কোন উন্নয়ন হবে না। যোগ্য মানুষকে নির্বাচিত করতে না পারলে আমাদের ভোগান্তি রয়েই যাবে।

তানিয়া রব বলেন, প্রশাসনিক অফিসার ওসি, এসপি, ডিসি লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে। যারা দলবাজি করছে, ক্ষমতায় যাওয়ার আগে নানা রকম হাবভাব দেখাচ্ছে, তাদের প্ররোচনায়, তাদের সুপারিশে কোন নিয়োগ হলে আমরা মানব না। আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে যারা ভাগ বাটোয়ারায় ব্যস্ত হয়ে গেছে। হাট, মাঠ, ঘাট, বাসস্থান দখল নিল। এরা ক্ষমতায় এসে কি করতে পারে সেটা কিন্তু চিন্তা করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালাল কেন। চুরি করেছে, মানুষ হত্যা করেছে, আয়না ঘর করেছে, গুম করেছে, এজন্য তারা পালিয়েছে। তাদের বিচারতো এ মাটিতেই হতেই হবে। যারা এখন ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছে। তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছেন কেন? কেন মানুষের কাছে কথা দিচ্ছেন না আপনারা সুষ্ঠু, সৎ এবং আদর্শের কাজ করবেন। বরং উলটো দেখছে মানুষ আগে যেখানে চাঁদা ১০০ টাকা ছিল, এখন সেটা ২০০ টাকা হয়েছে। এ চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত হতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী, জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল করিম মানিক, নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক নূর রহমান চেয়ারম্যান, দফতর সম্পাদক জুনায়েদ নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ‎জেএসডি নেতা মো.আলাউদ্দিন, কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

জেএসডি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী ৭১ এর চেতনায় দেশ গড়তে এবং ২৪ এর চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তারা মার্কায় ভোট প্রার্থনা করেন।

পথসভার আগে তানিয়া রব ও কামাল উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তারা মার্কার সমর্থনে একটি মিছিল বের হয়ে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর