Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বিএনপি প্রার্থীর বিচার দাবি, মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৫:২৫

নিরালামোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখা কমিটির আহবায়ক ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে মোবাইল ফোনে অসৌজন্যমূলক কথাবার্তা ও গালিগালাজের প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইল-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিচার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে নিরালামোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভেকেট আহমেদ আহমদ আজম খান একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যানকে যেভাবে মোবাইল ফোনে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেছেন, সেটা ভাল মানুষের পরিচয় বহন করে না। এমন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে দল থেকে তার মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবিও জানান মুক্তিযোদ্ধারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, টাঙ্গাইল সদরের মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. নুরুজ্জামান, জেলা বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব মিয়াসহ প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর