Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনা-কামালকে ফেরাতে ভারতে চিঠি পাঠানো হয়েছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৮:১১

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, গত পরশু (শুক্রবার) বাংলাদেশের দিল্লি দূতাবাসের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠির জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি আরেকরকম। এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের (ভারত) সঙ্গে আমাদের চুক্তিও আছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর