Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৫:১৮

গ্রেফতার আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান ওরফে বুলবুল। ছবি: সংগৃহীত

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ওরফে বুলবুল (৪৮)-কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে গত ১৬ নভেম্বর ভাংগা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী তৌহিদুর রহমান। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, তৌহিদুর রহমানকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে সোপর্স করা হয়েছে।

গত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আলগী ইউনিয়নের সুয়াদী, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া ও চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে অবরোধ কর্মসূচি পালন করায় পাঁচ ঘন্টা দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ১৬ নভেম্বর ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে মোট ৪টি মামলা করা হয়। এ মামলাগুলোতে আওয়ামী লীগের ১৭৭ জন নেতা ও কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর